ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিপিএলে সবচেয়ে বাজে সিলেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে সবচেয়ে বাজে সিলেট

বিপিএলে সিলেট থান্ডার বাদে কোনো দল হারের দুই অঙ্কে যেতে পারেনি। সিলেট পর্বের শেষ ম্যাচ হেরে লজ্জার রেকর্ডে নিজেদের নাম তোলে সিলেট থান্ডার। ঢাকায় ফিরেছে বিপিএল। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স হারায় সিলেটকে। এই হারের মধ্য দিয়ে আরেকটি হতশ্রী রেকর্ড গড়েছে সিলেট। ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে সিলেট। জিতেছে মাত্র ১-তে।

বিপিএলে এক মৌসুমে এতো কম জয়ের রেকর্ড নেই অন্য কোনো দলের। কমপক্ষে ২ ম্যাচ জিতেছে দুই দল।  বিপিএলের প্রথম আসরে মাত্র ২টি ম্যাচে জিতেছিল সিলেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট রয়্যালস।  ২০১৭ সালে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস জিতেছিল ২ ম্যাচ। এবার সিলেট থান্ডার ১ ম্যাচ জিতে ছাড়িয়ে গেল সবাইকে।

খুলনা টাইগার্সের বিপক্ষে বন্দরনগরী চট্টগ্রামে একমাত্র জয়টি পেয়েছিল সিলেট।  ওই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন সিলেটের ওপেনার আন্দ্রে ফ্লেচার।  মোসাদ্দেকের ইনজুরিতে শেষ কয়েক ম্যাচে ফ্লেচার ছিলেন সিলেটের দায়িত্বে। তার হাত ধরেও জয় আসেনি। 

আজ ম্যাচ শেষে ফ্লেচার সংবাদ সম্মেলনে বলেছেন,‘একজন অধিনায়কের জন্য এটা খুবই হতাশার। আমাদের দলের খুবই হতাশাজনক পারফরম্যান্স। আমি এর আগেও বলেছি আমাদের নিজেদের কাজগুলো ঠিকমতো করতে হবে। সেটা ব্যাটিং কিংবা বোলিং হোক।  আমাদের প্রত্যেককেই নিজেদের বিচার করা উচিত। ভাবা উচিত কি সমস্যা হল। আমি বাড়ি ফিরে অবশ্যই এটা নিয়ে কাজ করব।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়