ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হরতালে আগেই রমনায় গাড়িতে আগুন

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৫ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হরতালে আগেই রমনায় গাড়িতে আগুন

ঢাকা, ০৫ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন দুপুরে ঢাকার রমনায় একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ওষুধ কোম্পানির ওই গাড়িতে হরতাল সমর্থকরা আগুন দেয় বলে পুলিশের ধারণা।

গ্লোব ফার্মাসিউটিক্যালসের ওষুধবাহী ওই গাড়িটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির চালক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িতে সমস্যা দেখা দিলে আমি গাড়ি থামিয়ে কাজ করছিলাম। কয়েক যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।”

এই বিষয়ে রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভবত হরতাল সমর্থকরাই গাড়িটিতে আগুন দিয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।

এর আগে হরতালের আগের দিনও ঢাকায় বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছে, যার জন্য বিরোধী দলকেই দায়ী করেছে পুলিশ।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়