ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘স্টুডেন্ট টু এন্টারপ্রেনার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনিক রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্টুডেন্ট টু এন্টারপ্রেনার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনিক রহমান: প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু এন্টারপ্রেনার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালার যৌথ উদ্যোগে ছিল ই-ক্লাব, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এবং ই-ক্লাব ইয়ুথ ফোরাম।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন 'নিজের বলার মত একটা গল্প' প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, ই-ভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল, আখি'স কালেকশনের প্রতিষ্ঠাতা সালমা রহমান আঁখি। এতে আরো অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী।

উল্লেখ্য, দেশে উদ্যোক্তার অভাবে এক বিশাল বেকার জনগোষ্ঠী তৈরি হওয়ায় তারা এই কর্মশালার আয়োজন করেন। সফল উদ্যোক্তাদের সফলতার গল্প শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবে বলে তারা আশাবাদী।


রাইজিংবিডি/জবি/৬ সেপ্টেম্বর ২০১৯/অনিক রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়