ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেষ হলো সাত দিনব্যাপী ‘ব্যাটালিয়ন ক্যাম্প ২০১৯’

নাজমুল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ হলো সাত দিনব্যাপী ‘ব্যাটালিয়ন ক্যাম্প ২০১৯’

কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৯ বিএনসিসি ব্যাটালিয়নের সাত দিনব্যাপী ‘ব্যাটালিয়ন ক্যাম্প ২০১৯’ শেষ হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে বিভিন্ন আয়োজনের মাধ‌্যমে এর সমাপ্তি ঘটে।

ব্যাটালিয়ন ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দীন আল মুরাদ, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর শিব্বির আহমেদ বিপু; ২/লেফটেন্যান্ট বিএনসিসি এবং প্লাটুন কমান্ডার ড.মো.শামিমুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও কলেজের পিইউও, টিইউওসহ সামরিক প্রশিক্ষক ও বিএনসিসির ক্যাডেটবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে উপাচার্য শ্রেষ্ঠ মেধাবী ক্যাডেট, শ্রেষ্ঠ ক্যাডেট এবং শ্রেষ্ঠ ফায়ারার ছেলে ও মেয়ে ক্যাডেটদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ‘ব্যাটালিয়ন ক্যাম্প ২০১৯’ এ ১৮টি প্রতিষ্ঠানের জুনিয়র ও সিনিয়র ডিভিশনের মোট ১৯৮ জন পুরুষ ও মহিলা ক্যাডেট সফলভাবে তাদের ক্যাম্পিং সমাপ্ত করে।


রাইজিংবিডি/কুবি/১৫ সেপ্টেম্বর ২০১৯/নাজমুল হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়