ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যের কুশপুতুল দাহ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যের কুশপুতুল দাহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল ও ভিসির কুশপুতুল দাহ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়।

সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে শুরু হওয়া মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল গেইটে এসে শেষ হয়।

পরে উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনের কুশপুতুল দাহ করা হয়।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্যায়ের প্রতিবাদ করবে, আন্দোলন করবে এটাই স্বাভাবিক। কিন্তু  ভিসি তার গুন্ডাবাহিনী দিয়ে যে হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে ভিসির পদত্যাগ দাবি করছি। এ সময়  তিনি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট এ স্বৈরাচারী উপাচার্যকে অপসারণ করার আবেদন জানান।

মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কুবি/দেলোয়ার হোসেন শরীফ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়