ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী এক ক্লাসের আয়োজন

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী এক ক্লাসের আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস মোদের ক্লাসরুম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিন্নধর্মী এক ক্লাসের আয়োজন করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের নিয়ে এ ক্লাসের আয়োজন করেন।

ক্যাম্পাস পরিদর্শন নামের এই ক্লাসটিতে তিনি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান (শিক্ষকদের ডরমেটরি, উপাচার্য মহোদয়ের বাংলো, শিক্ষকদের ক্লাব, চক্রবাক ক্যাফেটেরিয়া, প্রশাসনিক ভবন, নজরুল ইনস্টিটিউট, চির উন্নত মম  শির শহীদ মিনার, জয় বাংলা ভাস্কর্য, ব্যথার দান মেডিকেল সেন্টার) ইত্যাদি স্থান পরিদর্শন করেন এবং সেগুলো সম্পর্কে তথ্য দেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।

 

 

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই বিশ্বমানের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পারে সকল সংকীর্ণতার উর্ধে উঠে নিজের পরিবার, সমাজ ও দেশের সেবা করতে। এই জন্যই প্রত্যেক শিক্ষার্থীর উচিৎ ক্লাসরুমের বাইরের জগৎটাকে উপলদ্ধি করা এবং নিজের মতো করে ভুবনকে সাজিয়ে নেয়া।’ 

তার এ রকম ব্যতিক্রমী উদ্যোগের অভিমত ব্যক্ত করতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, ‘আমরা আমাদের বিভাগে এইরকম একজন ছাত্রবান্ধব স্যার পেয়ে খুব খুশি৷ আমাদের শুধু চার দেয়ালের ক্লাসরুমের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না। একাডেমিক পড়াশুনার পাশাপাশি আমাদের চারদিকের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে।’ 

গল্প, গান ও বিভিন্নজনের নানা অভিজ্ঞতা আদান-প্রদানের মধ্য দিয়ে ক্লাসটি শেষ হয়।


নজরুল বিশ্ববিদ্যালয়/কামরুল হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়