ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নতুন মুখ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নতুন মুখ

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের বিজয় ক্যাম্পাসে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজের স্টাফ রিপোর্টার সুপ্রিয় সিকদারকে সভাপতি ও অনলাইন মোবাইল নিউজ অ্যাপ সন্দেশ৩৬০ এর সহ-সম্পাদক গোলাম ওয়াদুদ ভিভিডকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি- প্রণব সাহা (রাইজিং বিডি, ক্যাম্পাস পাতার লেখক), সহ-সভাপতি- গোলাম আনোয়ার ( আন্দোলন৭১ নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক- আহসান হাবিব মানিক ( আন্দোলন৭১ নিউজ), সাংগঠনিক সম্পাদক সোহেল রেজা (দৈনিক টেলিগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক- আমিনা বেগম রিন্তি ( বিজয় পত্রিকা), কোষাধ্যক্ষ- ইয়াসমিন আক্তার ( বাংলাদেশ পোস্ট), দপ্তর সম্পাদক সুমাইয়া জামান ( সন্দেশ৩৬০), প্রচার ও গণমাধ্যম সম্পাদক আজিমুল হক রাতিন ( উত্তরাধিকার ৭১ নিউজ), উপ- প্রচার ও গণমাধ্যম সম্পাদক আয়েশা সিদ্দিকা বিন্দু (জেসিএমএস টিভি), প্রকাশনা ও গ্রন্থগার সম্পাদক চৌধুরী মাহরীন তাসনিম ( রাইজিং বিডির ক্যাম্পাস পাতার লেখক), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাখাওয়াত হোসেন সৈকত (প্যাভিলিয়ন), কার্যকরী সদস্য মরিয়ম রশিদ চৌধুরী (বিজয় পত্রিকা), তামান্না কাওসার (স্পট লাইট ম্যাগাজিন), সানজিদা আক্তার মুন ( বিজয় পত্রিকা), শিলা আক্তার মৌ ( বিডিনিউজ ২৪)

প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। সাথে কমিটিকে সক্রিয়ভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বাস দেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক প্রধান (ভারপ্রাপ্ত) সাহস মোস্তাফিজ, প্রভাষক রিফাত সুলতানা, নাসরিন আক্তার, রাগিব রহমান, জেনিফার কামাল এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


এসইউবি/ওয়াদুদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়