ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘একটি মানবিক ঢাকা কলেজ’

রায়হান হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘একটি মানবিক ঢাকা কলেজ’

ঢাকা শহরে সাধারণ মানুষের মনে ঢাকা কলেজের ছাত্রদের নিয়ে একটি নেতিবাচক ধারণা সবসময় ছিল। কিন্তু তারা যে কতটা মানবিক তা তাদের সাথে না মিশলে বোঝা কষ্টকর।

এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এক অনন্য নজির রেখেছে। নিজেদের পকেট থেকে চাঁদা তুলে দেশের ৬৪ জেলা থেকে আগত পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন ঢাকা কলেজের একদল তরুণ স্বেচ্ছাসেবীরা।

ঢাকা কলেজের তরুণ স্বেচ্ছাসেবী দলের উদ্যোক্তা রাসেল সরকার বলেন, আমরা প্রায় ৭০ জন শিক্ষার্থী নিয়ে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করেছি। পরীক্ষা শুরু হওয়ার ৩ ঘণ্টা আগে সকাল ৭টা থেকে আমরা পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিতে শুরু করি। দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা খাবার পানি দিয়েছি এবং অভিভাবকদের ভালোভাবে বসার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষার্থীরা তাদের সিট প্ল্যান খুঁজে পেতে সহজ হয় সে ব্যাপারে আমরা সাহায্য করেছি।’

পরীক্ষার ৪/৫ দিন আগেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের কার্যক্রমের কথা শেয়ার করেছি। ফলে ৬৪ জেলা থেকে আগত শিক্ষার্থীরা যারা ঢাকাতে থাকার সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, বলেও জানান তিনি।

রাসেল সরকার আরও বলেন, ‘আগামী বিজ্ঞান ও মানবিক অনুষদের পরীক্ষায় আমরা একই ভাবে সাহায্য দিয়ে থাকব। আমরা ঢাকা কলেজ, ইডেন কলেজ, হোম ইকোনমিক্স কলেজ, নীলক্ষেত হাই স্কুল, গভঃ ল্যাবরেটরি হাইস্কুল এই পাঁচটি কেন্দ্রে আমাদের সেবা পৌঁছে দিয়েছি।’

এই তরুণ স্বেচ্ছাসেবী দলের অন্যতম সদস্য আবু নাইম নোমান বলেন, ‘আমরা কোনো সংগঠনের ব্যানারে কাজ করিনি, নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ৭ কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সাহায্য করতে এসেছি। এমনকি অনেক শিক্ষার্থীকে থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। যাদের ঢাকাতে পরিচিত জন বা থাকার কোনো জায়গা নেই, মজার বিষয় হচ্ছে এদের কেউ কেউ এই প্রথম ঢাকাতে এসেছে, আমাদের সহযোগিতা পেয়ে তারা খুব খুশি। এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। দু:খের বিষয়, আমরা কোনো সংগঠনের না, তাই অধ্যক্ষ স্যারের কাছে অনুমতি চেয়েও পাইনি, তবে আমরা থেমে থাকিনি। আগামীতে আরও বড় পরিসরে মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিতে চাই। ঢাকা কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শুধু শিক্ষা দেয়া হয় না, সুশিক্ষাও দেয়া হয়।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ সেশনের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা।


ঢাকা কলেজ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়