ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নর্থ সাউথে সামাজিক সচেতনতামূলক প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্থ সাউথে সামাজিক সচেতনতামূলক প্রতিযোগিতা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা ‘সোশিও ক্যাম্প সিজন দশ’ এর দ্বিতীয় রাউন্ডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে সোশ্যাল সার্ভিসেস ক্লাব। 

এতে বক্তব্য রাখেন রবি টেন মিনিট স্কুলের চিফ কনটেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার নাঈমা আকবর।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তরুণদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। আর এই আহ্বানে সাড়া দিয়ে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের সমস্যাগুলো সমাধান করার মধ্য দিয়ে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তাদের নিজস্ব পরিকল্পনা উপস্থাপন করেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশ নেয়া ৫৫৮টি দলের মধ্য থেকে সেরা ৩০টি দল দ্বিতীয় রাউন্ডের কর্মশালায় অংশগ্রহণ করে। ২৩ নভেম্বর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে উত্তীর্ণ সেরা দলগুলো ৪ ডিসেম্বর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

এতে প্রথম স্থান অধিকারী দল পাবে এক লাখ ২০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকারী দল ৭০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী দল ৩০ হাজার টাকা।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি/হাফসা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়