ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কবিগুরুর সিলেট আগমনের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবিগুরুর সিলেট আগমনের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানী ড. সেলু বাছিত।  প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, কুলাউড়া ডিগ্রি কলেজর উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, তাজপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ড. রনজিত সিংহ, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, আব্দুল গুফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।     

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহ উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক আহমদ সিরাজ।

 

আম্বিয়া কিন্ডার গার্টেন/রফিকুল ইসলাম জসিম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়