ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেল বাঙলা কলেজশিক্ষার্থী

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেল বাঙলা কলেজশিক্ষার্থী

সরকারি বাঙলা কলেজের ছাত্র মো. সায়েদ বাসিত বাংলাদেশ স্কাউটের রোভারদের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

বিভিন্ন সমাজ উন্নয়নমূলক ৪টি প্রকল্প বাস্তবায়ন করায় তাকে এই পুরস্কার দেয়া হয়।

২০১৯ সালে সারা দেশে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে সর্বমোট ১২ জন রোভার স্কাউটকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।

পুরস্কার প্রাপ্তিতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান মো. সায়েদ বাসিতকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি বাসিতের কৃতিত্বে গর্বিত। বাঙলা কলেজ প্রশাসন রোভার স্কাউটকে সবসময় সবধরনের সহায়তা করে আসছে এবং এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তোমরা প্রতিনিয়ত নিজেদেরকে ছাড়িয়ে যাও, তোমাদের জন্য শুভকামনা।’

মো. সায়িত বাসিত অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি গত কয়েক বছর যাবৎ সেবামূলক কাজ করে আসছি। আর তার ফলস্বরূপ পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাওয়ার্ড ও অর্জন করে আসছি। এটা আমার জীবনে চতুর্থতম জাতীয় পুরস্কার। আমি আগামীতে আমার সেবামূলক কাজ চালু রাখবো।’


বাংলা কলেজ/মোহাম্মদ উজ্জ্বল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়