ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ষষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় বুধবার ফাইনালে পরিসংখ্যান বিভাগকে ২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সাংবাদিকতা বিভাগ।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পেয়েছিল সাংবাদিকতা বিভাগ। দলের হয়ে মাহমুদুল হাসান ৯৬, আবু সালেহ আতিফ ৬১ ও সাজেদুল ইসলাম সুকর্ণ করেন ১৯ রান। পরিসংখ্যান বিভাগের হয়ে রাহাত ও আদনান; দুজনই নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের বেশি করতে পারেনি পরিসংখ্যান বিভাগ। দলের হয়ে পারভেজ ৪৯, সিয়াম ৩৭ ও রনি করেন ৩৩ রান। সাংবাদিকতা বিভাগের হয়ে মাহমুদুল হাসান দুটি, সুব্রত, বিপ্লব, সুকর্ণ ও নাসিম নেন একটি করে উইকেট।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাংবাদিকতা বিভাগের মাহমুদুল হাসান।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে জার্সি প্রদান করে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়