ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফড়িং উৎসব

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফড়িং উৎসব

‘সবুজ বাঁচাও, সবুজে বাঁচো’ এই স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরণ্যকের আয়োজনে শুরু হয়েছে ‘আরণ্যক ফড়িং উৎসব ২০১৯।’

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফড়িং উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ভিন্নধর্মী উৎসব। এতে বিভিন্ন প্রজাতির ফড়িংয়ের আলোকচিত্র প্রদর্শনী থাকবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সবুজ ও সবুজাভ প্রাণীর গুরুত্ব এবং সৌন্দর্য উপলব্ধি করতে পারবে।

ফড়িং ছোট প্রাণী হলেও পরিবেশে এর তাৎপর্য অনেক। এটি মূলত সবুজ ও সতেজতার প্রতীক। বাংলাদেশের সব আবহাওয়ায় এটি দেখা যায় না। মূলত এটি সবুজ ও অপেক্ষাকৃত ভালো পরিবেশে এদের দেখা যায়। সবুজ ও সবুজাভ পরিবেশে ফড়িংয়ের গুরুত্ব তুলে ধরার জন্য আরণ্যকের এই আয়োজন।

এক্ষেত্রে আরণ্যকের ভূমিকা জানতে চাইলে ববি উপাচার্য বলেন, ‘আমরা সবুজে বাঁচি, তাই সবুজকে বাঁচানো আমাদের দায়িত্ব। বাংলাদেশ বর্তমানে পৃথিবীর দূষণযুক্ত দেশের তালিকায় অন্যতম। আরণ্যকের মতো সংগঠনগুলোই পারে সকলের মধ্যে ঐক্য ও সচেতনতা সৃষ্টি করে সবুজ ও সবুজাভ প্রাণী টিকিয়ে রাখতে।’

এ বিষয়ে আরণ্যক সংগঠনের সদস্য মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমরা মূলত সবুজ রক্ষার্থে কাজ করে যাচ্ছি। আমাদের জায়গা থেকে বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে চাই।’

উল্লেখ্য, আরণ্যক বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক পরিবেশবাদী সংগঠন, যার উদ্দেশ্য সবুজে সবুজে চারিদিক ভরিয়ে তোলা। সামাজিক কর্মকাণ্ড হিসেবে ইতোপূর্বে সংগঠনটির পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগানো হয়েছে প্রায় দুই শতাধিক বিরল প্রজাতির বৃক্ষ।


ববি/আজম খান/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়