ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যাম্পাসেই কনের গায়ে হলুদ!

দেলোয়ার হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাম্পাসেই কনের গায়ে হলুদ!

খোলা মঞ্চ। পেছনে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো দেয়ালহীন বউ ঘর। সামনে বান্ধবীদের মাঝে চাঁদবরণ হাসিমাখা মুখে বসে আছেন কনে। কারো হাতে কাঁচা হলুদের রঙ আবার কেউ কনের গায়ে বাহারি ফুলের পাঁপড়ি ছিটাতে ব্যস্ত। আজ সবার আনন্দ যেন বাঁধ মানে না। এমনই এক বিয়ের প্রথম পর্ব গায়ে হলুদের অনুষ্ঠান লক্ষ করা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

কনের নাম বিলকিস জাহান রিমা। সে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় তার সহপাঠীদের আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে। বন্ধুবান্ধব ছাড়াও বিভাগের সিনিয়র-জুনিয়রদের পাশাপাশি এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনে হতবাক অনেকেই। কারণ, এর আগে এই বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেনি। সবাই একটু-আধটু উঁকি দিয়ে দেখছে, কী হয়! বাঁশের ডালা, কুলা, চালুন ও মাটির সরা, ঘড়া, মটকা দিয়ে বিয়ের বাড়ির আমেজ তৈরি করা হয়েছে যেন! এরকম ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।

এ ভিন্নধর্মী আয়োজনের অন্যতম উদ্যোক্তা রিমার বান্ধবী শাম্মী আক্তার বিথী জানান, বিয়েতে সবার পক্ষে ওর বাড়িতে যাওয়া সম্ভব না, তাই বান্ধবীর বিয়ের মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন। বান্ধবীর ভবিষ্যৎ দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা জানানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।

রিমার আরেক বান্ধবী তিশা চাকমা বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কারও গায়ে হলুদের আয়োজন হচ্ছে। আমরা আনন্দিত। বান্ধবীর জন্য অনেক অনেক শুভকামনা।’

কনে রিমা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে কখনও ভাবিনি। আমি অনেক বেশি আনন্দিত। আমাদের জন্য দোয়া করবেন।’

জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন খানের সঙ্গে বিয়ে হচ্ছে রিমার। ভাবছেন পালিয়ে প্রেমের বিয়ে! না, পারিবারিকভাবেই হচ্ছে তাদের বিয়ে। আর এই বিয়েই এই আয়োজন। বন্ধুরা থাকলে এমনই হয়। বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জানুয়ারি। রিমা এবং আকরামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

উল্লেখ্য, গায়ে হলুদ বাঙালি সংস্কৃতির বহুল প্রচলিত উৎসবগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত বিয়ে সম্পর্কিত একটি আচার, যেটি বর ও কনে উভয় পক্ষ দ্বারা পালিত হয়। এটি মূলত একটি মাঙ্গলিক অনুষ্ঠান, যা প্রাচীনকাল থেকে প্রচলিত। বাঙালি বিয়ের যে কয়টি পর্ব পালিত হয়, তার মধ্যে অন্যতম বর্ণিল ও বর্ণাঢ্য পর্বটিই হচ্ছে গায়ে হলুদ।

এই পর্বটিকে ঘিরে থাকে নানা পরিকল্পনা ও উচ্ছ্বাস! বর-কনে সেই সাথে তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-পরিজনকে কী রকম সাজ-পোশাক করবে তা নিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা আর আয়োজন। সেই আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হল রিমার গায়ে হলুদ সন্ধ্যা।


কুবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়