ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জাতীয় অ্যাথলেটিকসে ইবির ৪ শিক্ষার্থীর পদক জয়

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় অ্যাথলেটিকসে ইবির ৪ শিক্ষার্থীর পদক জয়

জাতীয় অ্যাথলেটিকসে প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শিক্ষার্থী পদক জিতেছেন।

শিক্ষার্থীদের মধ্যে তিনজন স্বর্ণপদক এবং একজন রৌপ্যপদক বিজয়ী হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবার প্রতিযোগিতার ৪৩তম আসর অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে এসব পদক জয় করেন তারা।

এসময় দেশের ৬৪টি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, অধিভুক্ত সামরিক ও বেসামরিক বাহিনী এবং বিভিন্ন ইনস্টিটিউটের ৫ শতাধিক পুরুষও নারী অ্যাথলেট অংশগ্রহণ করেন।

এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার ১০০ মিটার হার্ডেলস ইভেন্টে, রিংকি খাতুন লংজাম্প ইভেন্টে ও জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক জয়ী হয়েছেন।

এছাড়াও হাইজাম্প ইভেন্টে রৌপ্য পদক জয়লাভ করেছেন প্লাবনী হক। পদক বিজয়ীদের সবাই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

আসাদুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’

শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার আসর শেষ হয়।


ইবি/নাহিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়