ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্বপ্ন পূরণের পথে

মুনজুরুল ইসলাম নাহিদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বপ্ন পূরণের পথে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। মনে হচ্ছে, যেভাবে প্রতিযোগিতায় সফল হয়ে ভর্তি হয়েছি, এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের বাকি স্বপ্নগুলোও পূরণ করতে পারব। উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে এভাবেই বলছিলেন রিফাত।

ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের নবাগত শিক্ষার্থী রিফাতের মতো সকল নবীনই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নীল আঙ্গিনায় পা দিয়ে স্বপ্ন বুনছে নতুন করে। হাত বাড়াচ্ছে সফলতার সর্বোচ্চ শিখরের দিকে।কতটুকু সফল হবেন তারা, সেটা তাদের জানা না থাকলেও স্বপ্নের পথে অবিরাম হাঁটতে তাদের কোনো কার্পণ্য নেই।

শীতের কাঁপুনি কাটিয়ে আবার নতুন-পুরাতনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। নবীন আর প্রবীণের সম্মেলনে প্রাণবন্ত হয়ে উঠেছে ১৭৫ একরের হরিৎ চত্বর। ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত যেন হয়ে উঠেছে প্রাণচঞ্চল। আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে আসা নবাগতদের খুনসুটি পুরো ক্যাম্পাস আন্দোলিত। সবুজের চাদরে মোড়ানো ডায়না চত্বর, আম্রকানন, মুক্তবাংলা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, মফিজ লেকসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গন যেন জেগে উঠেছে নতুনভাবে।

গত ২৬ জানুয়ারি একযোগে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের প্রবীণরা পৃথকভাবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনদের বরণ করে নিয়েছে। ব্যাপক উৎসব ও আমেজের মধ্য দিয়ে রজনীগন্ধ্যা-গোলাপে সুবাসিত করে স্বপ্ন পূরণের এই সিঁড়িতে সাদর সম্ভাষণ জানিয়েছেন অগ্রজরা। শিক্ষকরা তাদের অভিজ্ঞতা থেকে নির্দেশনা দিয়েছেন নতুন পথের। তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়কে; জানিয়েছেন নতুন পথের সন্ধান।

হৃদয়ে লালিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম দিকের সময়গুলোতে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে নবীনরা। বই, খাতা, প্যাড, ডায়েরি হাতে কাটছে তাদের ক্যাম্পাস সময়। দেখা যাচ্ছে, একই গন্তব্যে যাওয়ার লক্ষ্যে হেঁটে চলা সহযাত্রীদের বন্ধু বানানোর প্রচেষ্টা। ক্যাম্পাসের সর্বত্র দল বেধে ঘোরাঘুরি ও আড্ডায় সময় কাটাচ্ছেন নবীনরা। টিএসসিসি, খেলার মাঠ, জিমনেশিয়াম চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দেখা যায় গোল হয়ে আড্ডায় বসেছে তারা। ভেসে আসছে সম্মিলিত গানের সুর।

ইংরেজি বিভাগে ভর্তি হওয়া শিলা নামের এক নবীন শিক্ষার্থী তার অনুভূতি জানিয়ে বলেন, বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে পারাটা আমার জন্য এক অন্যরকম পাওয়া। ক্লাস, আড্ডা-গল্পে কাটানো সময়গুলো স্বপ্নের মতো মনে হয়। ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হই বারবার। হাসি-আনন্দের মধ্য দিয়েই প্রতিনিয়ত নতুন কিছু শিখছি।

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া।

 

ইবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়