ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেরা ক্যাম্পাস লেখক পুরস্কার পেলেন অন্বী-নাবিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেরা ক্যাম্পাস লেখক পুরস্কার পেলেন অন্বী-নাবিল

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম জানুয়ারি (২০২০) মাসের সেরা ক্যাম্পাস পুরস্কার দিয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেয়া হয়।

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিভি টুডের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী নীল হুরেজাহান। উপস্থিত ছিলেন রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, মনিটরিং উপদেষ্টা ফিরোজ আলম, প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ। অনুষ্ঠানে ১১টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিকতার ধরন দিনে দিনে পরিবর্তন হচ্ছে। চল্লিশের দশকে যখন রেডিও আসল, তখন অনেকে মনে করেছিল পত্রিকার ভবিষ‌্যৎ শেষ। এরপর সাদাকালো ও রঙিন টিভি আসল, তখন মনে করা হতো রেডিও ও পত্রিকার গ্রাহক কমে যাবে। এখন অনলাইন আসায় মনে করা হয় আগের মাধ্যমগুলো হুমকির মধ্যে পড়বে। তবে এখনো সব মাধ্যমই টিকে আছে।’

‘সাংবাদিকতা মূলত তিন ধরনের। স্টেনোগ্রাফ, প্রটোকল এবং অনুসন্ধানী। এর মধ্যে স্টেনোগ্রাফ ও প্রটোকল হলো দুর্বল সাংবাদিকতা। অনুসন্ধানী সাংবাদিকতা হলো সংবাদের প্রাণ। এটিই হলো মূল সাংবাদিকতা’, বলেন তিনি।

প্রকাশক জাহিদ হাসান বলেন, ‘সাংবাদিকতা পেশা না নেশা। সাংবাদিকতার জন্য ভালোবাসা থাকতে হবে। তা না হলে টিকতে পারবেন না। সাংবাদিকতায় কাজের মাধ্যমে টিকে থাকতে হবে। এটাকে পেশা হিসেবে নিতে হবে।’

উদয় হাকিম বলেন, ‘ইতিবাচক সাংবাদিকতার ধারণা থেকে আমরা রাইজিংবিডি প্রতিষ্ঠা করি। কারণ, সংবাদ শব্দটা মাথায় আসলে আমাদের মনে হয় সামথিং নেগেটিভ। পজেটিভ কিছুই নেই। তবে আমাদের একটা উদ্দেশ্য ছিল, সবকিছু আমরা ইতিবাচকভাবে দেখব। কারো বিপক্ষে আমরা লিখি না। কেউই বলতে পারবে না আমরা কারো বিপক্ষে লিখেছি।’

তিনি বলেন, ‘আমরা দৌড়ে বা কোয়ান্টিটিতে হয়ত এক নম্বর না। তবে কোয়ালিটিতে আমরা এক নম্বর।’

জানুয়ারি মাসে ‘


ঢাকা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়