ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় র‌্যালির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।

এ সময় ছিলেন কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. রোমেজা খানম, প্রতিষ্ঠাবার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.  শাহ জাহান মজুমদারসহ অনুষদের শিক্ষক, ছাত্র সমিতির নেতা ও অনুষদের শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। ড. শাহ জাহান মজুমদারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য, বিশেষ অতিথি এই অনুষদের ডিন।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ অনুষদ হিসেবে যাত্রা শুরু করে কৃষি  অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। ইতোমধ্যে এ অনুষদ থেকে সাতটি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বের হয়েছে।


সিকৃবি/রায়হানুল নবী/মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়