ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পে গবির জয়

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পে গবির জয়

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২০ এর মেয়েদের হ্যান্ডবলে জয় তুলে নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

বুধবার দুপুরে স্বাগতিক বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়কে ২৪-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে তারা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে গণ বিশ্ববিদ্যালয়। তাদের নিয়মিত আক্রমণে ব্যতিব্যস্ত থাকে বিজিএমইএর রক্ষণভাগ। দুর্দান্ত খেলা উপহার দিয়ে প্রথমার্ধেই ১৩-০ ব্যবধানে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে, গণ বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রক্ষণভাগের সামনে তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি স্বাগতিকরা।

বিরতি শেষেও সমানতালে আক্রমণ চালিয়ে খেলতে থাকে সফরকারী দলটি। খেলোয়াড়দের দারুণ বোঝাপড়ায় দ্বিতীয়ার্ধে আরো ১১টি গোল করে তারা। পুরো ম্যাচে বিচ্ছিন্নভাবে দু’একটি আক্রমণ করলেও সাফল্য পায়নি বিজিএমইএ। ফলে ২৪-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শক্তিশালী গণ বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে জয়সূচক গোলগুলো করেন অধিনায়ক ছন্দা, নেহা ও রুমা।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যে ১ মার্চ দ্বিতীয়বারের মতো শুরু হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প। মোট ১২টি ইভেন্টে দেশের সরকারি এবং বেসরকারি ১০২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ সহস্রাধিক ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

ইভেন্টগুলো হচ্ছে- ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিং, সুইমিং,  অ্যাথলেটিক্স ইত্যাদি।

 

গবি/অনিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়