ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নারী দিবসে কুবির ইংরেজি বিভাগে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী দিবসে কুবির ইংরেজি বিভাগে আলোচনা সভা

‘আমি প্রজন্মের সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ১০টায় বিভাগের সামনে দেয়ালিকা উন্মোচনের মধ্য দিয়ে এ দিবস পালনের সূচনা হয়।

এরপর বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিমা আক্তারের সভাপতিত্বে এবং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী তুতুলের সঞ্চালনায় এ আলোচনা সভা হয়।

এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বিভাগের চেয়ারম্যান ড. বনানী বিশ্বাস।

এ সময় আবু তাহের বলেন, ‘নারীদের যেন আমরা ঘরের কোণে বসিয়ে না রাখি। তাদের অধিকার আদায়ে আমাদের আরো সোচ্চার হতে হবে। পুরুষদের উচিৎ নারীদের পাশে থাকা।’

অনুষ্ঠানে আরো ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলাসহ বিভাগের অন্য শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কুবি/শরীফ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়