ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাবির কৃতী শিক্ষার্থীরা পাবে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবির কৃতী শিক্ষার্থীরা পাবে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃতী শিক্ষার্থীরা পাবে ‘অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু স্বর্ণপদক’।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া বলেন, ‘অগ্রণী ব্যাংক প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করে থাকে। তবে মুজিববর্ষ উপলক্ষে এবারের পুরস্কারটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদের। এ যুগের শিক্ষার্থীরাই তার আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে। তাই এবার বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদান করা হবে।’

উল্লেখ্য, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতি স্বরূপ ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও অধিভুক্ত মেডিক্যাল কলেজের (এমবিবিএস-শেষ বৃত্তিমূলক ও নিয়মিত) শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার প্রদান করা হয়।


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ