ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে নতুন নেতৃত্ব

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে নতুন নেতৃত্ব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সহ-সভাপতি পদে রাশেদ খান ও সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম বাপ্পী নির্বাচিত হয়েছেন। 

সোমবার দুপুরে ডিবেটিং সোসাইটির নির্বাচনী ফলাফল প্রকাশ করে সংগঠনটি। ঊনিশ পদের বিপরীতে ৫৫ জন ভোটার নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাহাদুজ্জামান শিবলী এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিরোজ আহম্মেদ ও সাত্ত্বিক মাহাবুব।

এ ছাড়া কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন আরমান আলী, শাখাওয়াত হোসেন সাকিব, নিজাম উদ্দীন, আতিয়া ইবনাত, মেহেদি হাসান অনিক, ফেরদৌস আহম্মেদ, রোমান হাসান, জামাল হোসেন, ফারহান হোসেন, ইউসুফ অর্নব, হেলাল হোসেন, জারিন তাসনিম, মালিহা খন্দকার, জান্নাত তুলি, উদয় শাহরিয়ার, রাফিক ও শারমিন সুচি।

উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও ছাত্র উপদেষ্টা ড. শেখ সুজন আলীর অনুমোদনক্রমে আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে সংগঠনের নির্বাচিত প্রতিনিধিরা।


জাককানইবি/আশিকুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়