ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুবি ছাত্রলীগের খাবার বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুবি ছাত্রলীগের খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের খাবার দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর সংলগ্ন মোহাম্মদীয়া এতিমখানার প্রায় ৮০ জন শিশুকে খাবার দেওয়া হয়।

এ সময় ছিলেন শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও আবু সাদাত মোহাম্মদ সায়েম, যুগ্ম-সম্পাদক বায়েজিদ ইসলাম গল্প,  বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, নজরুল হল শাখার সভাপতি ইমরান হোসাইনসহ ছাত্রলীগ কর্মীরা।

রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আজ জাতীয় শিশু দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ছোট্ট শিশুদের খুব ভালোবাসতেন। তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এ আয়োজন করেছি।’

এর আগে সকালে দিনটি উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগ।


কুবি/দেলোয়ার/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়