ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নোবিপ্রবিতে চলছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবিতে চলছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য দিদার-উল-আলম।

তিনি বলেন, ‘আজকের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এই মহান পুরুষের জন্ম না হলে আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না। দেশমাতৃকার জন্য তার সারা জীবনের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।’

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমানসহ অনেকেই।

এ ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি উৎসব। এই জন্মশতবর্ষে নোবিপ্রবির বিভিন্ন ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

 

নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়