ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রিকশাচালকদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিকশাচালকদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে অনলাইন মার্কেটপ্লেস ‘ক্রেতা হইহই ডটকম’।

ইতোমধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এই সংকটময় মুহূর্তে কাজ করছে নানা সংগঠন।

এ অবস্থায় হইহইয়ের কর্মীরা রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন।

কর্মীরা বলেন, শহরের রাস্তায় চলাচলের বাহন হিসেবে রিকশা প্রথম সারির বাহন।  প্রতিনিয়ত রিকশাচালকরা থাকেন অসচেতন।  আমরা ঢাকার গুরত্বপূর্ণ তিনটি স্থান; ধানমণ্ডি, সায়েন্সল্যাব, গ্রিনরোডে প্রায় ৫০০ রিকশাচালকে বিনামূল্যে মাস্ক দিয়েছি।

তারা আরো জানান, ইতোমধ্যে ৫ হাজার মাস্ক বিতরণ করে "ক্রেতা হইহই’।  তাদের সাথে ই-কমার্স প্রতিষ্ঠান ক্রেতা হইচই ডটকমও মাস্ক দিয়ে সহায়তা করেছে।

হইহই ডটকমের প্রতিষ্ঠাতা এমএ রহমান বলেন, ‘আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।  বেশ কিছু এলাকায় আমরা কয়েক হাজার মাস্ক বিতরণ করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য, করোনাভাইরাস ইতোমধ্যে ১৮৯টি দেশে ছড়িয়েছে।  এখনো পর্যন্ত ৩ লাখ ৯১ হাজারের মতো করোনায় আক্রান্তদের মধ্যে ১ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  আর মারা গেছেন ১৭ হাজার ১৩৬ জন।


ঢাকা/সীমান্ত/মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়