ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সেই সানাউল্লার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই সানাউল্লার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন

রাইজিংবিডিতে ‘নরম হাতে শক্ত হাল’ এই শিরোনামে একটি ফিচার প্রকাশিত হওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীর পান্টিতে শিশু বাদাম বিক্রেতা সানাউল্লার পাশে দাঁড়িয়েছে ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম’ নামের একটি সংগঠন।

গত ২২ মার্চ ফিচারটি পত্রিকার ক্যাম্পাস পাতায় প্রকাশিত হয়। এটি দৃষ্টি কাড়ে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম নামের স্বেচ্ছাসেবী সংগঠনটির।

করোনাভাইরাসের কারণে শিশু বাদাম বিক্রেতা সানাউল্লা বাড়ির বাইরে যেতে না পারায় তার আয় বন্ধ রয়েছে। এ অবস্থায় অসুস্থ-অন্ধ বাবার ঠিকমতো খাবার, ওষুধ সামগ্রী কিনতে পারছিল না সে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ কথা জেনে তার বাসায় সংগঠনের চেয়ারম্যানসহ এলাকার কিছু ব্যক্তিরা মিলে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান দিয়ে সহযোগিতা করেন।

এদিকে, সানাউল্লার পরিবারের অসহায় জীবনের কথা জেনে তার সহযোগিতায় এগিয়ে আসবেন বলে অনেকেই আশ্বাস দিয়েছেন।

পড়ুন- ‘নরম হাতে শক্ত হাল’



বেরোবি/হিমেল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়