ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবি ছাত্রলীগের কর্মসূচি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবি ছাত্রলীগের কর্মসূচি

করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করতে নানা কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

রোববার দুপুরে নগরীর নওহাটা পৌর এলাকায় সাধারণ মানুষের মাঝে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার ও ৫০০ সাবান বিতরণ করেন।

এ সময় তারা রাস্তাঘাট ও দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালান।

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘করোনা মোকাবিলায় শাখা ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে আমরা দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করব।’

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘করোনা মহামারি থেকে আমাদের আপামর জনগণ যেন রক্ষা পায়, সেজন্য তাদেরকে সচেতন করতে এই কর্মসূচি পালন করেছি।’

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল-আমিন, তৌহিদ মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু উপস্থিত ছিলেন।


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়