ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অসহায় পরিবারের পাশে রাবি শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসহায় পরিবারের পাশে রাবি শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন ২৫০টি পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ করেছেন রাবি শিক্ষকরা।

রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহীর বুধপাড়া, মেহের চণ্ডী, কাজলা, বিনোদপুর, মির্জাপুর এসব এলাকায় চাল-ডাল বিতরণ করেন তারা।

এ সময় কাজলা এলাকার কাউন্সিলর আশরাফুল আলম বাচ্চুর হাতে ১০০ প্যাকেট চাল-ডাল তুলে দেওয়া হয়।

অধ্যাপক ড. রেজাউল করিম শেখ মির্জাপুর এলাকায়, অফিসার সমিতির নেতা মুক্তার হোসেন বুধপাড়া এলাকায় এবং সাজাহান আলী বিনোদপুর এলাকায় বিতরণ করেন।

ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের সভাপতি এবং জি এম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং অধ্যাপক ড. শফিউর রহমান বলেন, রিকশাচালক, চা দোকানদার যারা দিন আনে দিন খায়, এমন অনেক মানুষ আছে। যারা লকডাউনের সময়ে খুব কষ্টে দিন পার করছে। কেউ কেউ আবার অভুক্তও থাকছে। এই সময়ে তাদের খাবার দরকার। এমন পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বসে থাকতে পারে না। তাই আমরা কয়েকজন শিক্ষক মিলে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসাইন বাবু এবং ড. খালেকুজ্জামান বাবু, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খালেকুজ্জামান মিজান।


রাবি/মামুন/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়