ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় জবি শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে চিকিৎসা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় জবি শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে চিকিৎসা

করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেবে ন্যাশনাল মেডিক্যাল ও বিএসএমএমইউ।

এক্ষেত্রে সাধারণ জ্বর, কাশি হলেও বিনামূল্যে চিকিৎসা ও টেস্ট করাতে পারবেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

ড. মীজানুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিশেষ ইউনিট ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিনামূল্যে করোনা ও জ্বর-কাশির চিকিৎসা পাবে। দুই হাসপাতালের সাথেই আমাদের কথা হয়েছে। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

নূরে আলম আব্দুল্লাহ্ বলেন, ‘কোনো শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো।’

এ সময় তিনি নিজের মুঠোফোন (০১৭১৩২২৮৬৪০) নম্বরে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমের (০১৫৫২৩২৬২১৭) নম্বরে যোগাযোগ করতে বলেন।


জবি/অনিক/মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়