ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অনলাইনে মিডটার্ম নেবে জাককানইবির স্থানীয় সরকার বিভাগ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে মিডটার্ম নেবে জাককানইবির স্থানীয় সরকার বিভাগ

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ বন্ধের মধ্যেই অনলাইনে মিডটার্ম পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ।

এর আগে গত ২৪ মার্চ রাত ৮টায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নেয় বিভাগটি। শুধু ক্লাস নয়, অ্যাসাইনমেন্টও নিয়েছে। পাশাপাশি অনলাইনেই মিডটার্ম পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিভাগ কর্তৃপক্ষ।  

এ সম্পর্কে বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম বলেন, ‘ইউজিসির নির্দেশনা আসার আগেই আমরা চিন্তা করছিলাম কীভাবে আমাদের শিক্ষাকার্যক্রম চলমান রাখা যায়। আমার সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে আমি অনলাইনে ক্লাস নেয়া শুরু করি। ছাত্র-ছাত্রীরা বেশ আগ্রহ নিয়ে ক্লাস, অ্যাসাইনমেন্ট করেছে। মিডটা‌র্ম পরীক্ষাও আমরা অনলাইনেই নেওয়ার ব্যবস্থা করব।’

শাহরিয়ার শিশির নামে এক শিক্ষার্থী বলেন, ‘যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা ম্যাক্সিমামই গ্রাম থেকে এবং মধ্যবিত্ত অথবা দরিদ্র ঘরের ছেলে-মেয়ে। অনলাইন ক্লাস নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু দেখা গেছে অনেকের বাসায় ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আবার কারো কারো স্মার্টফোনও না থাকায় অনলাইন ক্লাসগুলোর ফুল পার্টিসিপেশন নিশ্চিত করা যাচ্ছে না।’


জাককানইবি/আশিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়