ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় অসহায়দের পাশে নোয়াখালীর তরুণ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় অসহায়দের পাশে নোয়াখালীর তরুণ শিক্ষার্থীরা

অসহায় মানুষদের সহযোগিতার লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে নোয়াখালী জেলার কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ।

‘ট্রিবিউট টু নোয়াখালী: খাদ্য বিতরণ কর্মসূচি’ এমন স্লোগানে আগামী (৯ এপ্রিল) নোয়াখালীর মাইজদি কোর্ট প্রাঙ্গণে এই ইভেন্ট পরিচালিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এই ভিন্নধর্মী উদ্যোগের বিষয়ে উদ্যোক্তারা বলেন, ‘অস্তিত্ব ফাউন্ডেশন’ নামে আমরা কয়েকজন বন্ধু মিলে কাজ করছি। প্রয়োজনে আমরা জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে কাজ করব। যেসব জায়গায় এখনো ত্রাণ পৌঁছায়নি বা যারা এখনো বঞ্চিত আমরা সেসব তথ্য সংগ্রহ করেই কাজ করব।

তারা আরো বলেন, প্রাথমিকভাবে অন্তত ১০০ পরিবারের ৭ দিনের খাবার ও প্রজনীয় দ্রব্য হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবান প্রদান করব। আমাদের বন্ধুমহল, পরিবার, আত্মীয়দের সাহায্যে ইতোমধ্যে আমাদের তহবিল গঠনের কাজ শুরু করেছি। আপনাদের অনুরোধ করছি, যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসুন, সে যত ক্ষুদ্রই হোক।

এছাড়াও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোক্তাদের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল) ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে।


নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়