ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষকদের সহায়তা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষকদের সহায়তা

করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থের কিছু অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় নোয়াখালী জেলার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য ব্যয় করা হবে। এ অর্থ শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে কাটা হবে বলে জানানো হয়।


নোবিপ্রবি/ফাহিম/মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়