ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসহায়দের ১ দিনের বেতন দেবে ইবি শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসহায়দের ১ দিনের বেতন দেবে ইবি শিক্ষকরা

করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা তাদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করবেন এসব অসহায় মানুষদের জন্য।

শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষকদের ১ দিনের বেতন একসাথে করলে ১০ লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সকলেই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। সামাজিক দায়বদ্ধতা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকবৃন্দের ১ দিনের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।’


ইবি/নাহিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়