ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কবির জন্য পঙ্‌ক্তিমালা

দেলোয়ার শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবির জন্য পঙ্‌ক্তিমালা

কবি!

তোমার প্রতীক্ষায় গোধূলি পেরিয়ে সন্ধ্যা।

তুমি আসলে না!

নিশ্চয় কবিতা নিয়ে ব্যস্ত ছিলে।

কবি মানুষ, কবিতার জন্য প্রতিটি মুহূর্ত, আমি কে?

 

আজকের সুন্দর সকালে হাঁটছি।

একা!

একা হাঁটতে বড় ভালো লাগে,

কল্পনাগুলো ভর করতে থাকে মাথায়।

 

আচ্ছা, তোমার মতো আমি কেন কবিতা লিখতে পারি না?

তুমিও তো একা!

আমার বেলায় এমন হয় কেন?

 

মনে পড়ে সেদিন বলেছিলে,

জীবন এমন কেন?

এত দুঃখ এত কষ্ট,

পাখি হয়ে উড়ে গেলে ভালো হতো।

 

আমার নিজের যথেষ্ট দুঃখ-কষ্ট আছে,

অন্যের দুঃখ ছুঁতে ইচ্ছা করে না।

তবুও বলেছিলাম, কষ্টকে আমি ভালোবাসি।

কষ্ট আমার জন্য, আমি কষ্টের জন্য।

তুমিও এখন বুঝতে শিখে গেছ নিশ্চয়ই?

কবি মানুষ! না পারার কথা না।

 

কবি!

মাঝে মাঝে মনে হয়

আর কি হাঁটা হবে না একসঙ্গে,

শান্ত বিকেলের বালুময় পথে।

এভাবেই কি হারিয়ে যাবে?

তোমাদের কবিতা বলা, তোমাদের গল্পগুলো।

 

আমরা কি এভাবেই আছি, থাকব?

হারিয়ে যাবো কোনো এক পূর্ণিমায়?

কবি: শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


কুবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়