ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বন্ধুরা মিলে সাহায্য করলেন ২০০ হতদরিদ্রদের

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ধুরা মিলে সাহায্য করলেন ২০০ হতদরিদ্রদের

রাজধানীর বাড্ডায় নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন উদ্যমী কিছু তরুণ।

বন্ধুরা মিলেই পরিকল্পনা করে স্বল্প সময়ে জোগাড় করলেন প্রায় ২০০ মানুষের জন্য ত্রাণ। সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছেও দেন তারা।

এ উদ্যোগের অন্যতম স্বেচ্ছাসেবক সাজিদ রায়হান। তিনি বলেন, আমাদের বাড্ডায় রিকশাচালক, রাজমিস্ত্রি, চায়ের দোকানদারসহ বিভিন্ন শ্রেণী-পেশার নিম্ন আয়ের মানুষ বসবাস করে। সরকারি ঘোষণায় সবাইকে ঘরে লকডাউন থাকার পরামর্শ দেওয়া হয়। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা বন্ধুরা মিলে উদ্যোগ গ্রহণ করি।’

তিনি আরো বলেন, ‘বাড্ডা এলাকার বেপারীপাড়া আদর্শ সমাজ কল্যাণ উন্নয়ন সংঘ আমাদের সাথে যোগ দেয় এবং সাধ্যমত তাদের এলাকার মানুষের কিছু স্বচ্ছল ব্যক্তিদের কাছে সাহায্যের আহ্বান জানায়। সবার সম্মিলিত উদ্যোগে শেষ পর্যন্ত আমরা দুস্থ হতদরিদ্রদের ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি।’


ঢাকা/নাজমুল/মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়