ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নোবিপ্রবির সহায়তা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নোবিপ্রবির সহায়তা

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছে। এরই পরিপ্রেক্ষিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন কেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।


নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়