ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আশুলিয়ায় ত্রাণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র

অনিক আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় ত্রাণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিমাসে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার অংশ হিসেবে ত্রাণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৯ মে) সকালে আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় (গবি) সংলগ্ন নলাম এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কিছু শিক্ষার্থীর সহযোগিতায় ১২০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

বিতরণকৃত প্রতি প্যাকেট ত্রাণে রয়েছে চাল ২০ কেজি, আটা চার কেজি, মসুর ডাল এক কেজি, খেসারি ডাল আধা কেজি, ছোলা এক কেজি, আলু পাঁচ কেজি, পেঁয়াজ এক কেজি, লবণ আধা কেজি, সরিষার তেল ৮০ মিলি লিটার, সয়াবিন তেল আধা লিটার, শুকনা মরিচ ৪০ গ্রাম ও সাবান একটি।

কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গণস্বাস্থ্যের খাদ্য সহায়তায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এরকম মানবিক আবেদনে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। গণস্বাস্থ্য যে বিশাল পরিমাণ মানুষকে সহায়তার উদ্যোগ, সেটাকে বেগবান করতে সবার সহযোগিতা প্রয়োজন।

 

গবি/অনিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়