ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় ৩ ছাত্রলীগ নেতার উদ্যোগ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ৩ ছাত্রলীগ নেতার উদ্যোগ

করোনাভাইরাস মোকাবিলায় ঘরবন্দি মানুষ। টিউশন বন্ধ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর পরিবার আর্থিক সংকটে পড়েছে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনুজদের সালামী দেওয়ার পরিবর্তে এই উদ্যোগ নেন ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতা।

তারা ‘সুহৃদ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তার মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীকে সর্বোচ্চ ২০০০ টাকা থেকে সর্বনিম্ন ১৫০০ টাকা নগদ, বিকাশ অথবা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রেরণ করছেন।

এই তিন ছাত্রলীগ নেতা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক উপ সম্পাদক সবুর খান কলিন্স, দপ্তরবিষয়ক উপ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক খন্দকার হাবীব আহসান।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবীব আহসান জানান, করোনাকালীন সময়ে ছাত্ররাজনৈতিক একজন কর্মী হিসেবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করাটা আমাদের রুটিন ওয়ার্ক। সঙ্গত কারণেই করোনাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য আমাদের এই কার্যক্রম।’

 

ঢাকা/রাকিব/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়