ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লিও ক্লাবের ধান বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিও ক্লাবের ধান বিতরণ

করোনায় বিপাকে পড়া নোয়াখালী জেলার চাটখিল থানার ৩০টি পরিবারের মাঝে ৩০ মন ধান বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।

রোববার (২৪ মে) সংগঠনটির পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ধান বিতরণ করেন ক্লাবের সভাপতি লিও হাসিব আল আমিন।

ক্লাবটির অ্যাডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ এর সার্বিক তত্ত্বাবধান এবং লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সহ-সভাপতি ও কিষান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন রেজওয়ান করিমের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে লায়ন রেজওয়ান করিম বলেন, ‘দেশের এ ক্রান্তি লগ্নে আমরা ঘরে বসে থাকতে পারিনি, অসহায় মানুষগুলোর মুখ যখনই চোখের সামনে ভেসে উঠেছে, তখন নিজের অজান্তেই কেঁদে উঠেছে হৃদয়।’

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে মানুষের দুর্ভোগ কমাতে এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার।’

 

নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়