ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাবনার প্রহর গুনি

গোলাম মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভাবনার প্রহর গুনি

রাতের ঠিক মধ্য প্রহরে,

জানালার এক কোণে ঘুমের ঘোরে।

একলা অপেক্ষমান আমি,

তুমি আসবে মনে করে।

 

মাঝে মাঝে চলে সংলাপ,

চাঁদ তারার সাথে।

তোমরা কি সুখ পাও,

আলো দিয়ে রাতে?

 

 

গভীর রাতের বেদনার প্রহর,

কাটে নিদারুণ।

চোখে নেই অশ্রু,

বুকের পাজরে কান্না করুণ।

রাত্রিরও সঙ্গী আছে,

চাঁদ তারা জানি।

আমি যেন নিঃসঙ্গ এক,

বাকহীন প্রাণী ।

 

 

রাত্রির নির্জনতার ধ্বনি,

কান পেতে শুনি।

ফিরে তুমি আসবে না তাই

ভাবনার প্রহর গুনি।

কবি: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।


ঢাকা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়