ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রসাস্বাদন বিহীন প্রণয়

জুবায়েদ মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রসাস্বাদন বিহীন প্রণয়

অতিশয় নিকটে আরোপিত হয়ে,

 রসাস্বাদন করা হয়নি তোমার মায়াবী মুখ।

দ্ব্যর্থহীন প্রেক্ষিতে না হউক,

অভিনবেই চিত্রিত তোমার প্রণয়ের সুখ।

 

তোমাকে অন্বেষণ করি সমগ্র অস্তিত্বজুড়ে,

আমার কাছে তুমি স্বতন্ত্র এক পরিচয়।

তোমাকে অনুসন্ধান করি কোটি হৃদয়ের ভিড়ে।

তুমি নিহিত মদীয় ঝলসানি সম্ভাবনায়।

তোমাতেই বিভর থাকি সুদূরপ্রসারী কল্পনায়।


তুমি অধিষ্ঠিত মদীয় মণি কোঠরে

তোমার আশঁসাতে ডুবেছি প্রেমের সাগরে।

তোমাতেই চৈতন্য প্রাঞ্জল হয় প্রতিটি প্রহরে।

অগোচরে প্রাঞ্জলে প্রণয় হয় গভীর

প্রণয়ের মায়াজালে ব্যাকুল রয় অধীর।

কবি: শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।



বশেমুরবিপ্রবি/হাকিম মাহি  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়