ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বেলাশেষ

গোলাম হাসিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেলাশেষ

মেঘের পরে মেঘ জমেছে

মাঠের পরে মাঠ,

আকাশ জমিন হৃদয় দুইয়ে

মিলছে একাকার।

 

শুদ্ধ বাতাস রঙিন আকাশ

পাখিদের ঐ ঝাঁক,

যাচ্ছে কোথা ভোরের আভায়

দিচ্ছে খানেক হাঁক।

 

সূর্য যেথা হাসছে রাঙা

রশ্মি গুলো ছুটে,

কিসের নেশায় কিশের লোভে

আঁধার যে যায় কেটে।

 

ঘাসফড়িং এর উড়াউড়ি

বুনো হাসের ডুব,

খেলছে যে বন খেলছে যে মাঠ

গাছগুলো সব চুপ।

 

কৃষক চাচা চলছে পথে

সূর্য্যি মামার আগে,

বিহঙ্গতে গাইছে যে গান

অচেনা এক রাগে।

 

দুপুর বেলা ক্লান্ত কত

রোদের দহন জ্বালা,

ক্ষুধার জ্বালায় প্রায় সবারই

গৃহের পানে চলা।

 

অলস দুপুর ক্লান্ত নীরব

আকাশ মেঘ আর খাল,

সূর্য তখন তীব্রদাহে

জ্বলছে পুরো লাল।

 

যায় চলে মধ্যাহ্ন যখন

আসে বিকেল বেলা,

নিত্য নতুন কাজের শেষে

ঘরে ফেরার পালা।

 

পক্ষীগুলো ফিরবে ঘরে

খাবারে পেট ভরা,

কিচিরমিচির শব্দ করে

গোধূলি হয় সাড়া।

 

সূর্য তখন যাচ্ছে ডুবে

কুসুম জ্বলা মুখ,

বিদায় প্রভাত বিদায় দুপুর

শেষ গোধূলির সুখ।

 

বেলা হল শেষ রাতের শুরু

চন্দ্র তারার মেলা,

দিনের আলো রাতের আঁধার

করছে সদাই খেলা,

শেষ হয়ে যায় বেলা।

কবি: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 



রাবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়