ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাখা মেলছে প্রকৃতি

এবিএস ফরহাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাখা মেলছে প্রকৃতি

একদিকে মহামারি করোনায় প্রাণ হারাচ্ছে মানুষ। অন্যদিকে প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। সবুজ শ্যামলায় আপন মহিমায় উজ্জীবিত হচ্ছে পরিবেশ। সবুজে পাখা মেলছে প্রকৃতি। শহরেও ফুটছে সবুজ রঙ। সবুজে সবুজে প্রকৃতি পাচ্ছে নতুন রূপ। যেন করোনা প্রকৃতির জন্য আশীর্বাদ। প্রকৃতি ফিরে পাচ্ছে হারানো যৌবন। জনমানবশূন্য প্রকৃতিকে করোনা দিয়েছে অপরূপ রঙ। প্রকৃতির এই রঙ্গে রঙ্গিন হচ্ছে লালমাটির ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে। করোনা থেকে বাচঁতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই ঘরমুখো হয়েছেন। ফলে জনমানবশূন্য হয়ে পড়েছে লালমাটির ক্যাম্পাস! সারাদিন শিক্ষার্থীদের আনাগোনা, কনক্রিটের ঝলকানি, লাল-নীল বাসের হুইসেল কিংবা শিক্ষার্থীদের গান কিছুই নেই এখন। তৈরি হচ্ছে না নতুন রাস্তা কিংবা নতুন কোনো ভবন। হাতেগোনা কয়েকজন নিরাপত্তাকর্মীর উপস্থিতি ছাড়া কিছুই নেই ক্যাম্পাসে। নিরবে দাঁড়িয়ে আছে ক্যাম্পাস। প্রাণহীন রাজ্যে যেন গাছ-গাছালিতে ভরপুর আবার। সবুজের অরণ্য তৈরি হচ্ছে নতুন করে। নতুন রঙে। আর লালমাটির উপর সবুজ গাছ-গাছালি ক্যাম্পাসের হারানো যৌবন ফিরিয়ে দিচ্ছে। ক্যাম্পাসও যেন প্রকৃতিতে গা ভাসাচ্ছে।

লালমাটির ক্যাম্পাসের গাছে নতুন প্রকৃতির হাওয়ায় আপন মনে গান গায় পাখিরা। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা, মুক্তমঞ্চ, শহীদ মিনার, ব্যাডমিন্টন কোর্ট, অভ্যন্তরীণ রাস্তার দু'ধার, সানসেট ভ্যালি, লালন চত্বর, বৈশাখী চত্ত¡র সবই সবুজে নতুন রূপে সাজিয়ে তুলছে নিজেদের।

লালপাহাড়ের মাঝে সবুজ যেন নতুন সৌন্দর্যরুপে আবির্ভূত হয়েছে। ঘন সবুজের মাঝে দাঁড়িয়ে আছে ভবনসমূহ। আর প্রশাসনিক ভবনের সম্মুখভাগ, গোল চত্ত¡রে হরেক রকমের ফুলে ভরে গেছে। নতুন ফুল জন্মায় আবার নতুন হয়ে ফুটে উঠে। এই সৌন্দর্য উপভোগ করতে মরিয়া লালমাটির ক্যাম্পাসের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নতুন এই রূপে দূরে থেকেও মুগ্ধতা ছড়াচ্ছে তাদের মনে। আরো বেশি মিস করছে তারা প্রিয় ক্যাম্পাস।

লেখক: শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 

 

কুবি/মাহফুজ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়