ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

মেহেরাবুল ইসলাম সৌদিপ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

করোনাকালে মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  দীর্ঘদিন ধরে টিউশনি ও পার্টটাইম জব বন্ধ থাকায় বাসা ভাড়া জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।  এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

যেসব শিক্ষার্থী মেস ভাড়া নিয়ে সমস্যায় পড়েছেন তাদের কাছে ছুটে যাচ্ছে নেতাকর্মীরা।  মেস মালিকদের সঙ্গে কথা বলে ভাড়ার বিষয়ে সমঝোতা করছেন তারা।

শিক্ষার্থীদের মেস ভাড়া সমস্যা সংকট নিরসনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যেসব নেতাকর্মী কাজ করছেন তারা হলেন—সৈয়দ শাকিল, নাহিদ পারভেজ, ইব্রাহীম ফরাজী, আক্তার হোসেন, আ‌জিজ, শান্ত নাজমুল বাবু, অঞ্জন চৌধুরী পিংকু, কামরুল হোসেন, কনিক স্বপ্নিল।

শুক্রবার (১০ জুলাই) কনিক স্বপ্নিল বলেন, যেসব শিক্ষার্থী ভাড়া দিতে পারছেন না, তাদের সমস্যা সমাধান করা হচ্ছে।  মেস ছেড়ে দিলে তাদের মালামাল রাখার ব্যবস্থা করা হচ্ছে।  বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলে ভাড়া কমানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ বলেন, ছাত্রলীগ সব সময় মানবিক কাজ করছে। করোনা মহামারির সময়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাসা ভাড়ার সমস্যা সমাধানে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি।


জবি/সৌদিপ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়