ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরিচয়

সাজ্জাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিচয়

আমি বটবৃক্ষ-

উদার আকাশের নিচে শিনা টান করে থাকি।

আমি প্রচণ্ড গ্রীষ্মের উড়ন্ত ফড়িং,

সবুজ মাঠে শিশুদের মুখে

দুরন্ত হাসি আঁকি।

 

আমি বিস্তীর্ণ পথ-

আমার আবেগের জলে হয় খরস্রোতা সাগর।

কখনোবা তাকে শুকিয়ে গুছিয়ে সাজাই

কৃষ্ণচূড়া, শিমুল, কদম ফুলে

ভালোবাসার চাদর।

 

আমি এক অশরীরী আত্মা-

অভয়ারণ্যে নিজেকে হারাই

মানুষের ধারে কাছে থাকি না

রজনীগন্ধা, পিটুনিয়া, মাধবীলতার সাথে;

পুলকিত সুভাস ছড়াই!


আমি এক অবিরত মায়া-

দুঃখকে আটকে রাখি বেড়াজালে

সুখ দেখলে মুখ ফিরিয়ে নেই

কখনোবা পথভ্রষ্টরূপে বেদনা কুড়াই

এই তো মোর সখ্যতা, পিছুটানের আড়ালে।

 

আমি এক জায়নামায-

আমার গায়ে ফুটে তোলে চারুর লতা, আলপনা।

আড়ি পেতে শুনি শ্রেষ্ঠ মানবের আহাজারি

হতে পারি এক তুচ্ছ বস্তু,

দামে ওজনে পাঁচ আনা।

 

আমি রূপকথার গল্পে এক নিপীড়িত প্রজা-

রোদ বৃষ্টির সঙ্গে করি আলাপ

রাজরানীকে বাঁচাতে যুদ্ধে নামি

অন্যায়, অবিচারে মাথা চাড়া দিয়ে উঠি

এই তো আমি—-আমার কার্যকলাপ।

কবি: শিক্ষার্থী, সমাজ বিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

 

ইবি/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়