নোবিপ্রবিতে ৪ মাসেও রেজাল্ট দেয়নি অণুজীববিজ্ঞান বিভাগ
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের মাস্টার্সের ২০১৮-১৯ সেশনের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও ৪ মাসেও প্রকাশিত হয়নি রেজাল্ট।
ফল প্রকাশে বিলম্ব হওয়ায় নানারকম অসুবিধায় পড়তে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। ফল প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের রুটিন হতে জানা যায়, মাস্টার্সের ২০১৮-১৯ সেশনের প্রথম সেমিস্টারের পরীক্ষা ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হয় এবং করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধের আগে আরও ২২টি কোর্সের পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়। বাকি থাকা তিন কোর্সের পরীক্ষা চলতি বছর ২০২১-এর ফেব্রুয়ারি মাসে হয়। আগের বছর ৩১ মার্চের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে এতে ব্যাঘাত ঘটে।