ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তজার্তিক মানবাধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। বুধববার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে এ দিবস পালন করা হয়।।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘সহনশীলতা এবং মানবাধিকার একে অপরের প্রয়োজন’, ‘মর্যাদা হল সমস্ত অধিকারের মূল ভিত্তি’, ‘কোনো কারণ মানবাধিকারের অপব্যবহারকে ন্যায্যতা দিতে পারে না’, ‘সমতা একটি অধিকার, বিশেষাধিকার নয়’ ইত্যাদি প্ল্যা-কার্ড হাতে দেখা যায়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, “মানবাধিকার নিয়ে সবার আগে কথা বলবে এবং রুখে দাঁড়াবে আইনের শিক্ষার্থীরা। তারা সচেতনভাবে আইনগত অধিকারের বিষয়গুলো মানুষকে জানাবে, এটা তাদের দায়িত্ব। মানবাধিকার লঙ্ঘনের জায়গাগুলোতে প্রতিবাদের কন্ঠস্বর সর্বদা উঁচু রাখতে হবে। সেই জায়গাগুলোতে নিজেরা গিয়ে ভূমিকা পালন করার জন্য আইনের শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হতে হবে।”
বক্তারা আরো বলেন, “যেখানে মানবাধিকার এবং আইনের শাসন বিরাজ করে সেখানে ন্যায়বিচারের বিকাশ ঘটে। মানবাধিকার সার্বজনীন বিষয়। এটি মানুষের জন্মগত অধিকার। এজন্য অধিকার আদায়ে আইন সম্পর্কে নিজেদের সচেতন হতে হবে ও অন্যকে সচেতন করতে হবে।”
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষের মানবাধিকার সমুন্নত থাকুক। কেউ যেন মানুষের সহজাত ও অ-হস্তান্তরযোগ্য অধিকার থেকে বঞ্চিত না হয়। প্রতিটি মানুষের মানবাধিকারকে সুরক্ষিত রাখতে সরকারি ও বেসরকারিভাবে কার্যকরী পদক্ষেপ জরুরি।”
ঢাকা/তানিম/মেহেদী