ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এজবাস্টনে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এজবাস্টনে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামসহ পাঁচ জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। উদ্ধার কাজ করতে গিয়েও নিহত হয়েছেন ৪ সেনা সদস্য। নিহতদের স্মরণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের ম্যাচে এজবাস্টনে আজ কালো ব্যাজ পরে খেলতে নামবেন মাশরাফি-তামিম-সাকিবরা।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলতে যাওয়ায় ক্রিকেটীয় রোমাঞ্চ দেশের সব জায়গায় উপচে পড়ার কথা। কিন্তু পাহাড় ধসে নিহতদের জন্য শোকের কারণে সেই রোমাঞ্চ অনেকটাই ম্লান। তাই সুদূর ইংল্যান্ডে থাকলেও প্রিয় দেশের মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ কালো ব্যাজ পরে খেলতে নামবেন টাইগাররা।

এর আগে পাহাড় ধসে মৃত্যুতে গতকাল শোক প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাহাড় ধসে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়