ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পাকিস্তানের হারানোর কিছু নেই’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পাকিস্তানের হারানোর কিছু নেই’

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এই ম্যাচে অনেকেই ভারতকে ফেভারিট মানছেন। তবে কেউ কেউ আনপ্রেডিক্টেবল পাকিস্তানের পক্ষেও বাজি ধরছেন। অন্যদিকে আমির-হাসান আলীদের বোলিং কোচ আজহার মাহমুদ জানিয়েছেন পাকিস্তানের হারানোর কিছু নেই।

আজহার মাহমুদ বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। চাপটা মূলত ভারতের উপর। র‌্যাঙ্কিংয়ে তারা আমাদের চেয়ে বেশ উপরে। সবাই ভারতকে নিয়ে কথা বলছে। তবে একটা জিনিস আমি আপনাদের বলতে পারি- আমরা এখানে জিততেই এসেছি।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে অবস্থান করছে পাকিস্তান। কিন্তু তারাই কিনা উঠে এসেছে ফাইনালে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলে তারা। এরপর ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে সবার আগে ফাইনালে নাম লেখায়। এখন দেখার বিষয় ভারতকে হটিয়ে শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারে কিনা পাকিস্তান।

ভারত অবশ্য পাকিস্তানের বিপক্ষে তাদের সবশেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে। কিন্তু আজহার মাহমুদ মনে করছেন জয়ের পাল্লাটা হয়তো আর বাড়বে না, ‘আইসিসি টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স বরাবরই ভালো। তবে পরিস্থিতির পরিবর্তনও হতে পারে। এবার আমাদের দেখিয়ে দেওয়ার পালা যে আইসিসির আসরগুলোতেও আমরা ভালো করতে পারি। ইতিহাস বদলে যেতে পারে। আমি আশা করছি সেটা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি জিতে যাই তাহলে আমি বিস্মিত হব না। কারণ, আমরা যখন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আসি তখন কেউ আমাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেনি। আমরা ছিলাম র‌্যাঙ্কিংয়ের অষ্টম দল। আমাদের কেউ কৃতিত্বও দেয়নি। তবে কেউ কেউ টুর্নামেন্ট শুরুর আগে আমাকে প্রশ্ন করেছিল যে কোন দল ফাইনালে যাবে? আমি বলেছিলাম পাকিস্তান। ছেলেদের প্রতি আমাদের আস্থা আছে। তারা যদি জিততে পারে তাহলে সেটা পুরো জাতির জন্য অসাধারণ একটি উপহার হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়