ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বুড়ো’ গেইলের ভিন্ন রোমাঞ্চের অপেক্ষা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বুড়ো’ গেইলের ভিন্ন রোমাঞ্চের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল।

২০১৫ বিশ্বকাপে গড়েছিলেন ওই কীর্তি। চার বছরের ব্যবধানে গেইল নিজেকে নিয়ে যাচ্ছেন ভিন্ন উচ্চতায়। ঢুকে যাচ্ছেন এলিট ক্লাবে। ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নামলেই গেইল পাঁচটি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন। ক্রিকেট বিশ্বের ১৯তম ও দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়তে যাচ্ছেন স্বঘোষিত ‘দ্য ইউনিভার্স বস’।

২০০৩ বিশ্বকাপে যাত্রা শুরু হয় ক্রিস গেইলের। সেবার ৬ ম্যাচে ২০৬ রান করেছিলেন। সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র ১টি। চার বছর পর ঘরের মাঠে বিশ্বকাপে গেইল ছিলেন ফ্লপ। ৯ ম্যাচে রান করেছিলেন মাত্র ২২৮। সর্বোচ্চ রান ছিল ৭৯। ২০১১ সালেও ভালো কাটেনি তার। ৫ ম্যাচে সেবার রান করেছিলেন ১৭০। ২০১৫ বিশ্বকাপই মোটামুটি ভালো কেটেছিল। ৬ ম্যাচে ৫৬.৬৬ গড়ে রান করেছিলেন ৩৪০।   

৩৯ বছর বয়সি গেইলের এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ ইংল্যান্ড থেকেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪০ বছর হলো বিশ্বমঞ্চে শিরোপার স্বাদ পাচ্ছে না তারা। এবার সেই সুযোগটি গেইলের শেষ বিশ্বকাপে হয় কিনা সেটাই দেখার।

৬টি বিশ্বকাপ খেলেছেন:  
জাভেদ মিঁয়াদাদ (১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৬)
শচীন টেন্ডুলকার (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)

৫টি করে বিশ্বকাপ খেলেছেন:
ইমরান খান (১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২)
অর্জুনা রানাতুঙ্গা (১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯)
ওয়াসিম আকরাম (১৯৮৭, ১৯৯২, ১৯৯৬. ১৯৯৯, ২০০৩)
অরবিন্দ ডি সিলভা (১৯৮৭, ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩)
ব্রায়ান লারা (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭)
সনাৎ জয়াসুরিয়া (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭)
ইনজামাম উল হক (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭)
রিকি পন্টিং (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)
জ্যাক ক্যালিস (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)
শিবনারায়ন চন্দ্ররপল (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)
মুত্তিয়া মুরালিধরন (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)
স্টিভ টিকোলো (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)
থমাস ওডোয়ো (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১)
শহীদ আফ্রিদি (১৯৯৯,২০০৩,২০০৭, ২০১১, ২০১৫)
ড্যানিয়েল ভেট্টরি (১৯৯৯,২০০৩,২০০৭, ২০১১, ২০১৫)
মাহেলা জয়াবর্ধনে (১৯৯৯,২০০৩,২০০৭, ২০১১, ২০১৫)


 


রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়